শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট, ৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান করেছিল বাংলাদেশ।

তৃতীয় দিন বাকী ১ উইকেটে ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে শূন্যতে আউট হন নাহিদ রানা। ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।

বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪৮ ও লিটন দাস ৯০ রান করেন।
শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো ৮৬ রানে ৪ উইকেট নেন।