২ মাস বাড়ানো হয়েছে, চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার দায়িত্বের মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

গত বুধবার (২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রশাসকের বর্তমান মেয়াদ ৮ জুলাই শেষ হলেও বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সরকার নতুন করে তার মেয়াদ ৬০ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে।

জানা যায়, চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ২৩ জুন চেম্বারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়, যেন নিয়মিত কার্যক্রম ও একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসকের দায়িত্বে আরও সময় দেওয়া হয়। এর আগে ২০২৩-২৪ মেয়াদের সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ মোট ২৪ জন পদত্যাগ করায় ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আনোয়ার পাশাকে প্রশাসক নিয়োগ দেয়। এই নিয়োগ আসে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাণিজ্য সংগঠনের মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীর স্বাক্ষরে।