ঠাকুরগাঁও সীমান্তে আবারো ৬ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন করার পর তাদের বাংলাদেশ সীমান্ত থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ৪২ ব্যটেলিয়নের সদস্যরা।
শনিবার (৫ জুলাই) ভোর রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে পুশইন এর এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, শনিবার ভোর রাতে জলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপির দায়িত্বপূর্ণ ৩৩৬/৬-এস সীমানা পিলার বরাবর ভারতের অভ্যন্তর হতে ছয় জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। এসময় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) টহল দল তাদের দেখতে পেয়ে আটক করে।
আটককৃতরা হলেন-নড়াইল জেলার কালিয়া থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সজীব হোসেন (৩০), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০), সন্তান ইয়ানুর ইসলাম (৮) ও সাদিয়া খাতুন (১),এবং একই এলাকার সাতবাড়ীয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) ও মেয়ে কহিনুর বেগম (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা প্রায় বছর খানেক আগে দালালের সহায়তায় কাজের সন্ধানে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। সেখানেই তারা বসবাস করছিলেন। আট থেকে দশ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে এবং গত চার জুলাই সীমান্ত এলাকায় নিয়ে আসে। এরপর রাতে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ করে।
আটককৃতদের পরিচয় যাচাইয়ের জন্য আত্মীয়-স্বজনদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা হয়েছে বলে জানায় ৪২ বিজিবি। সেগুলোর ভিত্তিতে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় ছয় জনকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রেক্ষিতে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৪২ বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ রোধ করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।