মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনডিবি চেয়ারম্যানের

শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায়, দেশে সহিংসতা বাড়ছে বলে মন্তব্য

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছে। চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম

মিটফোর্ড জাহেলিকাণ্ডর নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ১২ জুলাই প্রেরিত এক যৌথ বিবৃতিতে নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, আগে ফ্যাসিস্টদের ব্যর্থতায় যেখানে-সেখানে নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হতো আর এখন নোবেলজয়ী ড. ইউনূস শান্তিতে পুরস্কার পেলেও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন।

যে কারণে নির্মমভাবে বাংলাদেশে সহিংসতা বাড়ছে, আইয়্যামে জাহেলিয়াতের পথে এগিয়ে চলছে ছাত্রদের সরকার বা অন্তবর্তী সরকার। এতে পাথর দিয়ে আঘাত করে আদিম আমলের মত মানুষকে হত্যা করা হচ্ছে। আগে স্বাধীনতার চেতনা বিক্রি করে মানুষকে কষ্ট দেয়া হতো, এখন জুলাই চেতনা বিক্রি করে ক্ষমতায় এসে ক্ষমতায় আসার অপেক্ষায় থাকা বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মকে খুন-ধর্ষণ-মব-হানাহানিতে অনুপ্রাণিত করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা-সচিবের মত অথর্বকে অপসারণের পাশাপাশি পুলিশের ডিআইজি-ডিএমপি কমিশনার-র‌্যাব প্রধানসহ সংশ্লিষ্ট কর্তাদেরকে অপসারণ করে দুর্নীতিমুক্ত-নীতিবানদেরকে নিয়োগের ব্যবস্থা করুন।