ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সাথে যুক্তরাজ্যের কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক”কালচারেল সেন্টার” এর কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ ই জুলাই (রোববার) দূপুরে বিদায়ী কমিটি, নতুন কমিটির নিকট গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্থান্তর করেন।
২০২৫ ও ২৭ সনের জন্য ওই “কালচারেল সেন্টার” এর দু’জন ট্রাষ্টি হচ্ছেন মোহাম্মদ মকিস মনসুর ও আলহাজ্ব আব্দাল মিয়া। নতুন কমিটিতে শাহ্ আতাউর রহমান মধুকে চেয়ারম্যান, কাওছার হোসেইনকে সাধারণ সম্পাদক ও রকিবুর রহমানকে কোষাধ্যক্ষ এর দায়িত্ব অর্পণ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি, ও রুহেল মিয়া।
শাহ্ জালাল মসজিদ কমিটির বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল এর পরিচালনায় গত রোববার দুপর ১২ টায় সফলভাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম, ও বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারি দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা সহ মসজিদের আগামী দিনের অগ্রযাত্রায় সুপরামর্শ ও সুচিন্তিত মতামত ব্যাক্ত করেছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শাহ্ জালাল মসজিদের সাবেক ট্রাষ্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং শাহ্ জালাল মসজিদের প্রাক্তন ট্রাষ্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়ার পরিচালনায় আগামী কমিটির নাম একে একে ঘোষণা করার পর উপস্থিত সবাই সর্বসম্মতভাবে পূর্ণ সমথর্ন জানান।
সভার শুরুতেই মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন ও যারা আমাদের মাঝে নেই, সবার আত্মার মাগফেরাত ,অসুস্থদের সুস্থতা কামনা সহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কার্ডিফ শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।