চট্টগ্রামের বিপ্লবী উদ্যানে এনসিপি’র সমাবেশ কাল, রোডম্যাপ ঘোষণা 

বিপ্লবী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। কাল রোববার (২০ জুলাই) বিকালে চট্টগ্রাম মহানগরীতে এ রাজনৈতিক পদব্রজ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, চট্টগ্রামের পদযাত্রায়  উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

রোডম্যাপ সহ কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে ও পদযাত্রা কর্মসূচির জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছেন চট্টগ্রামে দায়িত্বরত এনসিপির স্থানীয় নেতারা। এনসিপির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ এ তথ্য জানিয়েছেন।

এনসিপি চট্টগ্রাম অঞ্চলের রোডম্যাপ শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়। নগরের বহদ্দারহাট থেকে শুরু হয়ে  মুরাদপুরে জমায়েত। নগরের ২ নং গেইট  বিপ্লবী উদ্যানে সন্ধ্যা ৬ টায় শুরু হবে সমাবেশ।

নগরের চকবাজার, নিউমার্কেট, আন্দরকিল্লা, টাইগার পাস, আগ্রাবাদ, হালিশহর, ইপিজেড, খুলশী, পাঁচলাইশ সহ ৪১ টি ওয়ার্ড থেকে  স্থানীয় নেতাকর্মীরা মিছিল মিছিলে সমাবেশস্থলে সমবেত হবেন। এদিকে সমাবেশ শেষে ফের পদযাত্রা শুরু হবে।