দীর্ঘদিন ধরে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে দলিল, খতিয়ান ও কাগজপত্র তৈরি করে সরকারি মূল্যবান সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করে আসছিলো চট্টগ্রামের একটি ভূমিদস্যু সিন্ডিকেট চক্র। এমনই এক ঘটনা ঘটেছে নগরের আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে।
আগ্রাবাদ ভূমি অফিসের কর্মকর্তারা জানান, এক ব্যক্তি ২০১২ সালের একটি ভূয়া খতিয়ান দিয়ে রামপুর মৌজার ২৪ শতকের মূল্যবান পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার অপচেষ্টা করছিলেন। কিন্তু আগ্রাবাদ ভূমি অফিসের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিমত্তায় সরকারি সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে দুদকের একটি টীম তথ্য-উপাত্ত সংগ্রহ করতে আগ্রাবাদ ভূমি অফিসে গেলে অনেক পুরাতন এই জালিয়াতির বিষয়টি গণমাধ্যমে আসে।
জানা যায়, ২০১২ সালের পুরাতন ভূয়া খতিয়ানটি দেখে ভূমি অফিসের কর্মচারীদের সন্দেহ হলে তারা বিষয়টি এসিল্যান্ড তানভীর হাসান তুরানকে জানান। এসিল্যান্ড তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির অনুসন্ধানে পুরো বিষয়টি গড়মিল হিসেবে ধরা পড়লে তা প্রতিবেদন আকারে জমা দেন। এসিল্যান্ড তা লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন চৌকস কার্যক্রম সকলে প্রত্যাশা করেন।