চবি শিক্ষক ও গবেষক বাসভী বড়ুয়া’র কাল ৪র্থ মৃত্যুবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক বাসবী বড়ুয়া ২০২১ খ্রিস্টাব্দে ২৩ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

এ দিনকে স্মরণ করে তার পরিবার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পুণ্য নিবেদনের জন্য মোমবাতি প্রজ্জলন, পিন্ডদান,শীল পালনসহ দুঃস্হদের মাঝে খাবার বিতরণ করবেন। উল্লেখ্য যে সম্প্রতি আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেসে চট্টগ্রামের সরিৎ প্রকাশন হতে প্রকাশিত ও সরিৎ চৌধুরী সম্পাদিত “বাসবী বড়ুয়া স্মরক গ্রন্থ – বেলা শেষে গান ” স্হান পেয়েছে।

অত্যন্ত মেধাবী বাসবীর শৈশব ও কৈশোর জীবন ছিল আনন্দপূর্ণ। প্রতিটি ক্ষেত্রে তার মেধা প্রস্ফুটিত হয়েছে। পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ। এস এসসিতে ১৯৯৫ খ্রিস্টাব্দে কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্ট্যান্ড । এই সময় এসসিতে কুমিল্লা বোর্ডের মেয়েদের মধ্যে পঞ্চম ও ছেলে – মেয়েদের মধ্যে সম্মিলিত ভাবে দশম স্ট্যান্ড। অনার্স ও প্রথম মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়। ভারতের দিল্লী জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় মাস্টার্স ও এমফিল করেন। সে ট্রাস্ট জেন্ডার, নারী শিক্ষা ও নারীদের ক্ষমতায়নের উপর বিভিন্ন গবেষণাপত্র রচনা করেন। লোকসংস্কৃতি, অঁলা, চর্যাপদ নিয়ে তার গবেষণাধর্মী লেখা রয়েছে।

পটিয়ার তেকোটা- গ্রামের কৃতি সন্তান বাসবী বড়ুয়া। তার গর্বিত পিতা হচ্ছেন প্রয়াত দানশীল ব্যক্তিত্ব প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া ও মাতা প্রীতি বড়ুয়া।
স্বপন কান্তি বড়ুয়া মানুষের মাঝে তাঁর অবারিত দান ও সাংগঠনিক এবং আন্তর্জাতিক ভালো অবস্হান ছিল।তিনি একজন রাজনীতিবিদ ও প্যাসিফিক পেপার প্রোডাক্টস লিঃ এর এমডি ছিলেন।