ঝালকাঠিতে পুরস্কৃত হলো ৩৬ মেধাবী শিক্ষার্থী

ঝালকাঠিতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৩৬ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে এসব শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বুধবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগ ও শিক্ষা অধি শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) এর আওতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

অনষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ।

এতে ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।