চট্টগ্রামে বাসার সামনে, ফিল্মস্টাইলে ব্যবসায়ীকে গুলি করে পালালো দূর্বৃত্তরা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে নিজ বাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ‘রাতে বাসায় ঢোকার সময় ইউনুসকে রাস্তার ওপর গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তারা দুটি মোটরসাইকেল নিয়ে এসেছিল। আহত অবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং আমরা অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।’

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ইউনুস হামলাকারীদের চিনতে পেরেছেন বলেও দাবি করেছেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার (খননযন্ত্র) ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ করে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে চার থেকে পাঁচটি গুলি করে। গুলিগুলো তার মুখ, হাঁটু ও হাতে লাগে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।