৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। তাই এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় গতকাল ১লা আগস্ট শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ষ্ঠ অনুষ্ঠান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন হাফেজনগর দরবার শরীফের রাহমানিয়া মঞ্জিল প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি খেজুর-ঔষধি গাছের চারা সড়কে রোপণ ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজনগর দরবার শরীফের রাহমানিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহসুফি মাওলানা মুহাম্মদ মিনহাজুল রহমান আলকাদেরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিশিষ্ট পরিবেশ সংগঠক মো. মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ১৪নং বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. জেবর মুল্লুক, ১৩নং নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মুজিবুর রহমান।
কর্মসূচির উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন। এই আন্দোলন সমাজে যত বেশি ছড়িয়ে পড়বে, তত বেশি সমাজ ও দেশ উপকৃত হবে। তিনি আরো বলেন, বৃক্ষ দেশের কল্যাণে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি ব্যক্তিজীবনেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের একটি বৃক্ষ একসময় একটি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হবে। তিনি সকলকে যার যার অবস্থান অনুযায়ী ফলজ-বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এই সামাজিক আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আকতার হোসেন নিজামী, সাংবাদিক আছহাব উদ্দিন হিরো, বরুমতির বাঁকে’র নির্বাহী প্রতিবেদক তৌফিক আলম চৌধুরী, বরুমতির বাঁকে পাঠক ফোরামের সদস্য মুহাম্মদ আরিফ, মুহাম্মদ সামিউল, মীর মুহাম্মদ রায়হান, চৌধুরী তৌসিফ, মো. রায়হান সায়েদ, মোহাম্মদ আসিফ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনার পর প্রধান অতিথি ও উদ্বোধকসহ নেতৃবৃন্দরা গাউছিয়া রহমান মঞ্জিলে শাহী ময়দানে একটি খেজুর ও একটি সুপারি চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।