নারীর মর্যাদা রক্ষায়,স্বাস্থ্যখাতে নতুন বার্তা ও বাস্তবায়নের দাবি

নারী কমিউনিটি প্যারামেডিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকল্পে  সভাপতি মোঃ আবু হানিফ ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সাথে আলোচনা সভা ও মতবিনিময় করেন।
২ আগস্ট, একইসাথে নারী কমিউনিটি প্যারামেডিকদের জন্য সহিংসতামুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হানিফ সম্প্রতি এক ভার্চুয়াল আলোচনায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এই ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে উঠে আসে—নারীরা আজ স্বাস্থ্যসেবার মাঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও, এখনো তাদেরকে শারীরিক, মানসিক ও সামাজিক সহিংসতা মোকাবিলা করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
মোঃ আবু হানিফ বলেন,”নারী CP সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন ইতিমধ্যে নারী সদস্যদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ, অভিযোগ গ্রহণ ও সহায়তা সেল গঠন এবং নীতিনির্ধারণী মহলে সুপারিশ প্রেরণ।”
সভাপতি তার বক্তব্যে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন,”আপনারাই পারেন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে। আপনারা পাশে থাকলে নারী CP সদস্যদের প্রতি সহিংসতা রোধ করা অনেক সহজ হবে।”
একই প্রসঙ্গে তিনি আরও বলেন,”আমাদের লক্ষ্য—কমিউনিটি প্যারামেডিক পেশায় নিয়োজিত প্রতিটি নারী যেন সম্মান, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারে।”
এই ভার্চুয়াল সভার মাধ্যমে এসোসিয়েশন একটি স্পষ্ট বার্তা দিয়েছে—নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স এবং একটি সহিংসতামুক্ত পেশাগত পরিবেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনে প্রস্তুত।