নবীনদের বরণ করে নিল পোর্ট সিটি ইউনিভার্সিটি

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ’ল ২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহাম্মদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মজিবুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে জহির আহাম্মদ বলেন, জ্ঞান অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। সততার সাথে পড়াশোনা করে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষা।

প্রফেসর ড. এম. মজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবর্তন ও শেখার সুযোগ দেয়। অন্যকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ।

অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের দেওয়া সুযোগ কাজে লাগায়। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নূরল আনোয়ার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।