হাসিনা পতনের বর্ষপূর্তিতে, চট্টগ্রামে এনসিপি’র বিজয় উদযাপন 

চট্টগ্রামে স্বৈরাচার পতন ও জুলাই বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বিজয় উদযাপন  করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৪ এর এই দিনে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা তাকে লেজগুটিয়ে  দেশত্যাগে বাধ্য করেছিল এই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করেই এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মিলিত হন বিপ্লবী ছাত্র-জনতা ও এনসিপির নেতাকর্মীরা। সেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। পরে মসজিদ প্রাঙ্গণ থেকে বিজয় মিছিল বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দয়ে  শেষ হয় জুলাই বর্ষপূর্তি উদযাপন।

সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ৫ আগস্ট ছিল গণজাগরণের এক ঐতিহাসিক দিন। সেদিনের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল। তবে এখনো কাঙ্ক্ষিত বিচার ও কাঠামোগত সংস্কার দৃশ্যমান হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়।

বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, নতুন করে কেউ স্বৈরাচারী আচরণ করলে বিপ্লবী ছাত্র-জনতা অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশটি পরিচালনা করেন ছাত্রনেতা নূরে আবরার রাজিন এবং সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সংগঠক সাইদুর রহমান।

এ সময়  উপস্থিত ছিলেন, হুজ্জাতুল ইসলাম সাঈদ, মঈনুদ্দিন আল নোমান বকশী, মোহাম্মদ সাজ্জাদুল হোসেন, আজগর আলী আশিক, সৈয়দ এহসানুল হক, মোহাম্মদ সেলিম, আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা নূরে তাওসিফ রামিম, সাদমানুর রহমান চৌধুরি, মোহাম্মদ সোহরাব চৌধুরি, তাফসীর হাশেম রামিম প্রমূখ।

বক্তারা দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করবার ঘোষণা দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।