চট্টগ্রামের পাহাড়ে ৩ শ্রমিক অপহৃত, মুক্তিপণের ভয়ঙ্কর বার্তা

চট্টগ্রামের পটিয়ার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে তিন শ্রমিক অপহৃত হয়েছেন। অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবির ভয়ঙ্কর বার্তা পাঠায়— ‘টাকা দাও, না হলে জীবন যাবে।’

শুক্রবার (৮ আগস্ট) সকালে বাগানের কাজে যাওয়ার সময় সশস্ত্র দুষ্কৃতকারীদের হাতে পড়ে তারা।

অপহৃতরা হলেন— মো. নাছের (৪০), পলাশ শীল (৩৩) ও রাজু শীল (২৫)। তাদের অপহরণের পর পরিবারের কাছ থেকে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।

স্থানীয়রা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিকাশে আদায় করে। মুক্তিপণ পরিশোধের পর শুক্রবার রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

পলাশ শীলের ভাই বিপ্লব শীল জানান, তাদের মারধর করা হয়েছে। ফোনে হুমকি দিয়ে টাকা দাবি করেছে। বলেছে, টাকা না দিলে বাঁচবে না।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ঘটনার কথা শুনেছি, তদন্ত চলছে।’