প্রশংসার দাবিদার সুনামগঞ্জের কমিউনিটি প্যারামেডিক মিনাক্ষী দাস 

সুনামগঞ্জের  সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামের কৃতি সন্তান মিনাক্ষী দাস স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি কমিউনিটি প্যারামেডিক কোর্স সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক ২০১৮ সালে নিবন্ধিত একজন সফল স্বাস্থ্যকর্মী।
বর্তমানে তিনি প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি প্যারামেডিক হিসেবে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-এর আওতায় নগর স্বাস্থ্য কেন্দ্র-২, বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট, সিলেট-এ কর্মরত আছেন।
তিনি নিয়মিতভাবে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ইসলামগঞ্জ বাজার, গৌরারং, সুনামগঞ্জ-এ রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর কৃতিত্বের প্রশংসা করে সভাপতি আবু হানিফ বলেন, মিনাক্ষী দাসের এই অগ্রগতি ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তিনি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যে ভূমিকা পালন করছেন, তা নতুনদের জন্য অনুপ্রেরণার উৎস ও সত্যিই প্রশংসার দাবিদার। এসোসিয়েশনের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।