রাউজানের মার্ডার মামলার আসামী কলা কাদের গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী কমর উদ্দিন জিতু হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুল কাদের ওরফে কলা কাদেরকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার ফটিকছড়ি উপজেলার সমিতির হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া তথ্য নিশ্চিত করে বলেন, যুবদলকর্মী জিতু হত্যা মামলার আসামি কলা কাদেরকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

গ্রেপ্তার কাদের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গর্জনীয়া গ্রামের মৃত জেবল আহমেদের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কলা কাদের রাউজানের কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি যুবদলকর্মী কমর উদ্দিন জিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।