কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ সহ দিনব্যাপী কর্মসূচি পালিত

জাতীয় যুব দিবস উপলক্ষে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি ও বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় দিনব্যাপী কর্মসূচি।

১২ আগস্ট (মঙ্গলবার) কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ভবন চত্বরে জেলা প্রশাসনের সহায়তায় বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস ২০২৫  উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক  মিজাবে রহমত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরানুল হক।

যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক  মোঃ রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি  খালেদ ইসলাম জুম্মন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আতহার আলী প্রমুখ।

এতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ সদর উপজেলা  কর্মকর্তা মোঃ নজরল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক  আত্মকর্মসংস্থান কর্মী, যুবসংগঠকসামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন