আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা থাকলেও কক্সবাজারের টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলীর দুই ছেলেসহ দলটির ছয় নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট সন্ধ্যা থেকে শনিবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক এমপির ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সাবেক এমপির ছেলে ও নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহমুদ রনি ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান।
এর আগে ১৫ আগস্ট বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল বশরের সভাপতিত্বে এতে পস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাম জালাল, হ্নীলার হোসেন মেম্বার, ইউছুফ মনো প্রমুখ।