চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, সে যুবলীগ নেতা ‘কোপা শাকিল’ গ্রেফতার

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগের মিছিলের পরে অভিযান চালানো বন্দর থানা পুলিশের এক উপ-পরিদর্শকের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার চন্দনাইশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নগরের বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা শাকিল।

ঘটনাস্থলে খবর পেয়ে বন্দর থানা পুলিশ পৌঁছালে উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানার মাথা, গলা, হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে আসামিরা। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিন রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ১৮ জনকে। পুলিশ জানিয়েছে, তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে। মামলায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।