চিকিৎসা খাতের ভাবমূর্তি ফিরিয়ে আনতে, প্রান্তিক পর্যায়ে ‘কমিউনিটি প্যারামেডিক’ সেবা জরুরী 

বাংলাদেশের চিকিৎসা খাতের গুণগত মান ও সুনাম পুনরুদ্ধারে গ্রামীণ অঞ্চলের প্রান্তিক পর্যায় পর্যন্ত ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবু হানিফ।

তিনি বলেন, “প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকদের দক্ষতার যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি। অথচ দুঃখজনক হলেও সত্য অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অদক্ষ জনশক্তি দিয়ে পরিচালিত হচ্ছে। দক্ষ জনশক্তি থাকা সত্ত্বেও নিয়োগকর্তারা আনাড়িদের দায়িত্ব দিচ্ছেন, যা আসলে দেশ ও জাতির সাথে এক ধরণের প্রতারণার সামিল।”

তিনি আরও বলেন, “অদক্ষ জনশক্তি দিয়ে গ্রামীণ জনপদে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব নয়। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি প্রতিস্থাপন করলেই চিকিৎসা খাতে প্রকৃত পরিবর্তন আসবে এবং এ খাতের হারানো সুনাম ফিরে আসবে।”

তিনি ব্যক্ত করে দৃঢ়তার সাথে জানান, এ ক্ষেত্রে  গুণগত ও মানসম্পন্ন সেবা প্রদানে কমিউনিটি প্যারামেডিক (সিপি) সবসময় অঙ্গীকারবদ্ধ।