যশোরের বেনাপোল পোর্ট থানা পুটখালী ইউনিয়ানের সীমান্তে, চরের মাঠে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার সময় পুটখালী সীমান্তবর্তী চরের মাঠের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে টহলরত বিজিবি ও স্থানীয়রা বেনাপোল পোর্ট থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তির লাশ গাছ থেকে নিচে নামায় এবং সেখানেই লাশটির সুরতহাল রিপোর্ট করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যান। তবে লাশটির এখনও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. রাসেল মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।