চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা ও একাধিক মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী সোহেল পাটোয়ারী ওরফে ল্যাংড়া সোহেল (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কোব্বাতের ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে কাপ্তাই থানায় ১টি হত্যা মামলা, ৪টি মারামারির মামলা ও ১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে। সোহেল পূর্বেও একাধিক বার গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন, কিন্তু জামিনে বের হয়ে আবারও অপরাধে লিপ্ত হয়েছেন।
এর আগে, গত ২৩ আগস্ট বিকেলে হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর ইকো পার্কের সামনে অটোরিকশার গতিরোধ করে স্থানীয় দুইজনকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন তিনি। এই ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের করেছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ অভিযান অব্যাহত রাখবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সোহেলের গ্রেপ্তারের খবরে এলাকায় শান্তি ফিরে এসেছে, তবে তারা উদ্বিগ্ন যে, সে আবার জামিনে ছাড়া পেলে পুনরায় অপরাধে লিপ্ত হতে পারে।