খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ৩০ আগস্ট শনিবার বিকেলে, নগরীর ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল চলাকালে তারা জাতীয় পার্টি কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও ইট ও ইটের টুকরা নিক্ষেপ করে।
এ সময় পুলিশ বাঁধা দিলে তাদের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়,পরে পুলিশী বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর ঢাকায় হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
পরে শিববাড়ি মোড় থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা চালায়।