ঝালকাঠির কাঠালিয়ায় তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল।
২৯ আগস্ট শুক্রবার সকালে উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন কেন্দ্রীয় বিএনপি’র এ নেতা। এ সময় তিনি কচুয়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় করে উপস্থিত সকলের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন।
রফিকুল ইসলাম জামাল বীণাপাণি বাজার,সেন্টারের হাট ও তালগাছিয়া মাদ্রাসায় লিফলেট বিতরণ ও পথসভা করেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আক্তার হোসেন নিজাম মীর বহর,সাংগঠনিক সম্পাদক মো: আলিমুল ইসলাম মুন্সী, যুগ্ন-সাধারন সম্পাদক, সালমান খান বিপ্লবসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।