টেকনাফে দেশীয় অস্ত্র সহ একজন আটক

কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে পৃথক অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন পাহাড়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নৌবাহিনী। অভিযানের সময় ডাকাত দল নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও, তাদের আস্তানায় তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল (এলজি) এবং ২০ রাউন্ড (৭.৬২ মিমি) তাজা গুলি জব্দ করা হয়।

একই রাতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। সেখানে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬ হাজার ৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।