প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানালো, এনসিপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার সন্ধ্যায় এনসিপির একদল নেতা ফুল নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।

তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দেন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির, কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন।

আগামী সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনের পদ্ধতি, নতুন সংবিধান প্রণয়ন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বেশ কিছু রাজনৈতিক বিষয়ে দুই দলের মধ্যে মতবিরোধের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি কার্যালয়ে গেলেন ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত দল এনসিপির নেতারা। সেখানে তাদের স্বাগত জানান বিএনপির নেতারা। তারা বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।

বিএনপি প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী পালন করছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতের পরে এনসিপি নেতা শামান্তা শারমিন বলেন, ‘‘গণতন্ত্রের একটি নাম হচ্ছে বিএনপি। তাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানাতে এসেছি।

‘‘আমরা যখন আলাপ করছিলাম সেই আলাপের মধ্যে উঠে এসেছে গত ১৭ বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপরে যে হামলা-নির্যাতন-মামলা নেমে এসেছিল শেখ হাসিনার আমলে। তার পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এই মামলাগুলো তুলে নেওয়া এবং তাদেরকে জেল-জরিমানা পোহাতে হচ্ছে, তারা পারিবারিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলের উদ্বেগ রয়েছে।’’