চট্টগ্রামে অনুমোদন ছাড়া ও নোংরা পরিবেশে চিপস তৈরী, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের হালিশহরে অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস ও শিশু খাদ্য তৈরির দায়ে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস নামে একটি চিপস কারখানাকে সিলগালা ও ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত কেমিক্যাল ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস ও শিশু খাদ্য তৈরির দায়ে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

ভবিষ্যতেও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন।