চট্টগ্রামে পাঠক নন্দিত একুশে সংবাদে’র ২৩তম বর্ষপূর্তী উদযাপন

জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে। গণমানুষের মুখপত্র দৈনিক একুশে সংবাদ ২৪ বছরে পা রাখলো। ইতিহাস, ঐহিত্য ও জনগণের সীমাহীন ভালোবাসাই দৈনিক একুশে সংবাদ দীর্ঘ পথচলায় প্রেরণা জুগিয়েছে।

বহুল প্রচারিত একুশ সংবাদের পাঠক প্রিয় ব্যাক্তিরা জানিয়েছেন পত্রিকায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায়। আর এ চর্চা অব্যাহত রেখে তারা সব সময় সাদাকে সাদা এবং কালাকে কালো বলে এগিয়ে যাচ্ছে। আমরা পাঠক হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীতে একুশে সংবাদ পত্রিকা ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

২০ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বর্ষপূর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, ব্যবস্থাপনা সম্পাদক জি এম ফারুক হোসেন, সহযোগী সম্পাদক এম এ ছবুর।

বর্ষপূর্তী অনুষ্ঠানে সাংবাদিক গাজী মোঃ লিটন ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী সৌমা মুৎসুদ্দী’র দ্বৈত সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রামের এডিটর ক্লাবের প্রধান উপদেষ্টা মঈন উদ্দিন কাদেরী শওকত,চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম,

চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর, বেসরকারী টেলিভিশন গ্লোবাল টিভির চট্টগ্রাম প্রতিনিধি রকিব আহমেদ, শাহ আমানত পত্রিকার প্রতিনিধি মোঃ শাফায়েত মোরশেদ, পূর্ববাংলা পত্রিকার সম্পাদক মোঃ আলী, রাজধানী টেলিভিশন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরী, এম আর মিলন, দৈনিক আজকালের খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুারো প্রধান মোঃ শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ মধু, আর্ট স্কুল এসো সবাই ছবি আঁকির চেয়ারম্যান মোঃ আলমগীর সহ আরো অনেকে।