মারা গেলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড। ৯২ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রথম তিন ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা ‘ডিকি’ বার্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইয়র্কশায়ার জানায়, ‘গভীর দুঃখের সাথে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানাচ্ছে, ক্রিকেটের অন্যতম প্রিয়ভাজন ব্যক্তিত্ব হ্যারল্ড ডেনিস ‘ডিকি’ বার্ড ৯২ বছর বয়সে নিজ বাসায় মারা গেছেন।’
১৯৫৬ সালে ইয়র্কশায়ারের হয়ে পেশাদার ক্রিকেটে পথচলা শুরু করেন ‘ডিকি’ বার্ড। ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত ইয়র্কশায়ার ও লিস্টারশায়ারের হয়ে ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩১৪ রান করেন তিনি। ১৯৭৩ সালে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন। ২০১৪ সালে ইয়র্কশায়ার ক্লাবের সভাপতিও হন তিনি।
ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিন ফাইনালসহ ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডেতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ‘ডিকি’ বার্ড।
১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ড-ভারত টেস্ট দিয়ে আম্পায়ারিং থেকে অবসর নেন ‘ডিকি’ বার্ড।