হবিগঞ্জে বিদুৎ বিভ্রাট, দুর্ভোগে পৌরসভাবাসী

হবিগঞ্জ পৌরসভার আওতাধীন রাজনগর, শ্মশানঘাট পয়েন্ট থেকে শুরু করে উত্তরা আবাসিক এলাকা পর্যন্ত ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছেন এলাকাবাসী।

গত ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে এই এলাকায় দিনে ৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। সন্ধ্যার পর বিদ্যুৎ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এবং রাত ১০টার পরে তাও কখনো কখনো আসে।

অভিযোগ উঠেছে, প্রতি ১ ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হচ্ছে কোনো পূর্বঘোষণা ছাড়াই। এতে বিশেষ করে চরম ভোগান্তিতে পড়ছেন অসুস্থ রোগী, নবজাতক শিশুর পরিবার ও পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “আমরা নিয়মিত বিদ্যুৎ বিল দিই, অথচ বিদ্যুৎ পাচ্ছি না। এটা সরাসরি বাটপারি ছাড়া কিছু নয়। বিদ্যুৎ অফিসে জানালে তারা নানা অজুহাত দেয়, কিন্তু সমস্যার সমাধান করে না।”

এলাকাবাসীর একজন প্রতিনিধি জানান, “নবজাতক বাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। গরমে ঘুমাতে পারি না, ওষুধ সংরক্ষণেরও সমস্যা হচ্ছে। আবার শিক্ষার্থীরা মশার কামড়ে বই খুলতেই পারে না।”

স্থানীয় অনেকেই মনে করছেন, বিদ্যুৎ অফিসে যথাযথ তদারকি ও দায়বদ্ধতার অভাব রয়েছে। তারা দ্রুত সময়সূচি ভিত্তিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হবিগঞ্জ বিদ্যুৎ বিতরণ অফিসের দায়িত্বশীল কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী দ্রুত এই লোডশেডিং নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন ।