হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করলেন বেনাপোল পৌসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০(নব্বই) বছর। স্ত্রী,পুত্র-কণ্যাসহ তিনি অনেক গুণগ্রাহী রেখেগেছেন।
রবিবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বেনাপোল রেলস্টেশন সম্মুখে এই গার্ড অব অনার প্রদান করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্টথানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মানিক কুমার সাহা।
এ সময় কফিনে রাখা মরহুমের লাশের উপর ফুল রেখে বিদায় সংবর্ধনা জানান তারা।
বেনাপোল পোর্ট থানার একটি চৌকষ পুলিশদল করুণ সুরে ভিউকল বাজিয়ে নিজেদের কাঁধে থাকা রাইফেল নামিয়ে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে বিদায় অভিবাদন জানায়।
মরহুমের পরিবারের সদস্য ছাড়াও শার্শা ও বেনাপোল এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা ও ঐ এলাকার অনেকেই জানাযায় অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মুফতি সাইদ আহম্মেদ। তাকে সহযোগীতা করেন মসজিদের মোয়াজ্জিন মো.আব্দুল্লাহ।
জানাযা শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে মরদেহ সমাধিস্থ করা হয়।