চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামী গ্রেফতার 

চট্টগ্রাম  সীতাকুণ্ড উপজেলার আলোচিত গনধর্ষণ মামলার তালিকাভুক্ত পলাতক আসামী খোকনকে গ্রেফতার করেছে র‍্যাব।
খোকন (২৪) ওই ঘটনার ৩ নং পলাতক আসামী। সে সীতাকুণ্ড জেলে পাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে র‍্যাব-৭ এর আভিধানিক দল সীতাকুণ্ড পশ্চিম মুরাদপুর  এলাকায় একটি বাসাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
র‍্যাব-৭ জানায়, আসামী খোকন ধর্ষণ মামলার তালিকাভুক্ত ৩ নং পলাতক আসামী। গ্রেফতার এড়াতে সে সীতাকুণ্ড পশ্চিম মুরাদপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে অবস্থান করছে। এই তথ্য সুত্রে র‍্যাবের আভিযানিক দল তাকে ভোর ৫টায় গ্রেফতার কর‍তে সক্ষম হয়।
তার বিরুদ্ধে চলতি বছরের  ২১ আগস্ট দণ্ডবিধি  ৩২৩/৩৭৯ ধারায় ও  ২০১২ সালের পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং  নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা রয়েছে।
এদিকে গ্রেফতার  আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।