চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কায় নিত্য নতুন ইস্যু নিয়ে এসে নির্বাচন বিলম্বিত করতে চায়। পিআর পদ্ধতির নির্বাচনের ধোয়াতুলে বিতর্ক সৃষ্টি করে জাতীয় ঐক্যে ফাটল ধরানো হচ্ছে। পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অধিকার হরণ হবে। নির্বাচনে যাঁদের ভরাডুবি হবে তারাই পিআর পদ্ধতিতে ভোট চায়। বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায় না।
বিএনপি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, দেশের স্থিতিশীলতা, শান্তি ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে দ্রুত নির্বাচন চায়। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করতে চায়।
তিনি শনিবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষে ২১ নং জামাল খান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে আগামী দিনের কর্মসূচি জনগণকে অবহিত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এতে প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, স্বেচ্ছাসেবক দলে দুর্বৃত্তদের কোনো স্থান নেই। স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। স্বেচ্ছাসেবক দলের কমিটি সম্পুর্ন গনতান্ত্রিক উপায়ে গঠন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জামালখাঁন ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দীন নাহিদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদার হোসেন, হারুনুর রশিদ হারুন, এন মোহাম্মদ রিমন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান হোসেন। বক্তব্য রাখেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. দিদার হোসেন, মো. রিদুয়ান, মঈনুল ইসলাম মজুমদার আরমান, সদস্য মো. পারভেজ, সামছুল আলম ভূঁইয়া, মিরাজ হোসেন প্রমুখ।