আজ মিশরে গাজা আলোচনা

ইসরাইল রোববার জানিয়েছে, তাদের আলোচক দল হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে রোববার রাতে মিশরে রওনা দেবে। সোমবার এ আলোচনা শুরু হবে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইল সরকারের মুখপাত্র মুখপাত্র শোশ বদ্রোশিয়ান সাংবাদিকদের বলেন, ইসরাইলি প্রতিনিধিদল আজ রাতে রওনা দেবে এবং আগামীকাল থেকে আলোচনা শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আলোচনাকে ‘প্রযুক্তিগত’ প্রকৃতির বলে উল্লেখ করেন।