জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম-১০ আসনের এনসিপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাগুফতা বুশরা মিশমা এর বালতিতে বেগুন ভরে নির্বাচন কমিশনের সামনে আন্দোলনের ঘোষনার পর এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন।
সোমবার (৬ অক্টোবর) বেশকিছু গণমাধ্যমে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের ব্যাপারে জানা যায়।
ইসির সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যমগুলো জানায়, ইসির প্রকাশিত গ্যাজেটে শাপলা প্রতীক না থাকলেও। এনসিপির আবেদন তা আবারও যুক্ত করে সংশোধনী গ্যাজেট প্রকাশ করা হবে। আর দ্রুত এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ায় ও এনসিপিকে শাপলা বরাদ্দের দাবিতে চট্টগ্রামে মিছিল করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম-১০ আসনের এনসিপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাগুফতা বুশরা মিশমা।
সেই মিছিলে মিশমা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, একটা রাজনৈতিক দলকে হাস্যকর প্রতীক পরামর্শ করছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক দলের প্রতিকের একটা মহত্ত্ব থাকে সেই প্রতীক থেকে রাজনৈতিক তল পরিচিতি হয়। কিন্তু নির্বাচন কমিশন আমাদের কে বেগুন-বালতির মতো হাস্যকর প্রতীক গুলো পরামর্শ করছে। আমরা নির্বাচন কমিশনকে বলে দিতে চায় যদি আমাদের শাপলা বরাদ্দ না দেয়া হয় তাহলে আমরা শীঘ্রই বেগুন আর বালতি নিয়ে নির্বাচন কমিশনের সামনে আন্দোলনে নামবো। এনসিপির মার্কা শাপলা মানি শাপলা আর অন্যকিছু না।