“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” স্লোগানে চট্টগ্রামও পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
৭ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছিলেন ড. মো: জিয়াউদ্দীন, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান।
আলোচনা শেষে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের অনুকূলে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২৪-২৫ অর্থবছরে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।