পিআর কী,কেন এই পদ্ধতিতে নির্বাচন চাই

পিআর হচ্ছে ইংরেজী সংক্ষেপণ। এটিকে
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব বলা হয়। ইংরেজীতে ভাঙ্গলে Proportional representation যার সংক্ষেপ রূপ পিআর।

এভাবে পিআর হলো এমন এক নির্বাচন পদ্ধতি বা ব্যবস্থা, যেখানে কোনো একটি রাজনৈতিক দল মোট যত শতাংশ ভোট পাবে, সংসদে ঠিক তত শতাংশ আসন পাবে। তাই অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।

উদাহরণস্বরূপ বলা চলে, কোনো নির্বাচনে যদি একটি রাজনৈতিক দল সংসদীয় ভোটে ২০% ভোট পায়, তাহলে সংসদের মোট আসন সংখ্যার ২০% তারা আসন পাবে।

এইভাবে উচ্চকক্ষে একশ আসনের মধ্যে ওই দলটি পাবে ২০ টি আসন। আর নিম্নকক্ষে তিনশো আসনে পাবে ৬০ টি।