চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষকদের সাথে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় নগরীর লালদিঘীপাড়স্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে। নগরের প্রতিটি অভিভাবককে অনুরোধ করছি, অনলাইনে রেজিস্ট্রেশন করুন এবং নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন। টাইফয়েড শুধু স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও হতে পারে। তাই কমিউনিটি পর্যায়েও আমরা টিকাদান চালাবো, যেন কোনো শিশু বাদ না যায়।
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী রোববার (১২ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।. স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১-১৩ নভেম্বর টাইফয়েডের টিকা দেওয়া হবে। নগরের ১ হাজার ৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সাইডে ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।
এর মধ্যে স্কুল শিক্ষার্থী ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন, স্কুল বহির্ভূত শিশু ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন। শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস (২৭০ দিন) থেকে ১৫ বছরের কম (১৪ বছর ১১ মাস ২৯ দিন) বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমানের সব শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) উপ-পরিচালক ডা. কামরুল আজাদ, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনা আরা বেগম, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ, ইউনিসেফ স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এবং ইউনিসেফ সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেইঞ্জ অফিসার আব্দুল জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার, ডা. জুয়েল মহাজন, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. মোঃ রেজাউল করিম ও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করা এবং অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।