আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা ::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চায়না ইকোনোমিক জোনের অদূরে পুলিশ একটি পাহাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ।
বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে পাহাড় থেকে মরদেহটি বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পাহাড় থেকে একটি নারীর মরদেহ পাওয়া গেছে তবে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে। ধারণা করছি ২-৩ দিন আগে মারা গেছেন তিনি। শিয়াল মরদেহটির কিছু অংশ খেয়ে ফেলেছে। পুলিশের টিম সুরতহাল করে মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।