আন্তর্জাতিক ডেস্ক ::
ইরানের শীর্ষ কূটনীতিক জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সতর্ক করেছেন । ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বলেছেন, ইসরায়েলের যেকোনও প্রতিশোধমূলক হামলার জবাবে তেহরান ভয়াবহ পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলা হামাস নেতা ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং একজন ইরানি জেনারেলের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইসরায়েলের পাল্টা আঘাত হবে প্রাণঘাতী, সুনির্দিষ্ট ও নজিরবিহীন।
আরাগচি বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ইরান সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি ইসরায়েলের যেকোনও দুঃসাহসী কর্মকাণ্ডের জবাবে একটি ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।
এ সময় তিনি জাতিসংঘকে আহ্বান জানান, ইসরায়েলের অপরাধ ও আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে এবং লেবানন ও গাজার জনগণের জন্য মানবিক সহায়তা পাঠাতে।
মঙ্গলবার আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোর সঙ্গে ফোনে আলোচনা করেন। এ আলোচনায় তিনি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং ইসরায়েলের অবাঞ্ছিত কোনও দুঃসাহসী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাস্তুচ্যুত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধা অপসারণ করা উচিত।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে রবিবার ফোনালাপে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন।
আঞ্চলিক সফর ও কূটনৈতিক প্রচেষ্টা-
গত এক সপ্তাহ ধরে আরাগচি লেবানন, সিরিয়া, সৌদি আরব, কাতার, ইরাক ও ওমান সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য ছিল আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা। বুধবার তিনি জর্ডানে পৌঁছান এবং এরপর মিসর ও তুরস্ক সফরের পরিকল্পনা রয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেন।
জর্ডানে পৌঁছানোর পর আরাগচি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের গাজা ও লেবাননে নৃশংসতা ও আগ্রাসন নিয়ে তারা আলোচনা করেন। ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, আরাগচি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।