মানিকগঞ্জে মুখ থুবড়ে পড়েছে সোলার সড়কবাতি, কিছু গাছের থাবায় অন্ধকারে

 

মানিকগঞ্জ প্রতিনিধি ::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আলো ছড়ানোর বদলে মুখ থুবড়ে পড়েছে সড়কে স্থাপন করা সোলার সড়ক বাতিগুলো।

সরকারের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়, উপজেলা পরিষদের বাস্তবায়নে ও এলজিইডি এর কারিগরি তত্ত্বাবধানে এবং জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০২০-২০২১ অর্থ বছরে মোটা অংকের অর্থের বিনিময়ে উপজেলার সড়কে স্থাপন করা হয় অনেকগুলো সোলার সড়কবাতি। নিম্নমানের সোলার সড়ক বাতি ক্রয় ও স্থাপন করায় অল্প দিনে সোলারের আলোর ক্ষমতা কমে গেছে। বাতিগুলো এখন আর আগের মত আলো দেয় না, জ্বলে টিপটিপ করে । অনেক বাতি বিকল হয়ে গেছে, কিছু ভেঙে মাটিতে পড়েছে ও কয়েকটি হয়ে গেছে উধাও। এছাড়া অনেক বাতি গাছের থাবায় অন্ধকারে। যেন বাতির নিচে অন্ধকার। দেখার কেউ নেই!

দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে সোলার সড়ক বাতিগুলো আগের মত সচলের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।