কক্সবাজারে আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় আদালত ঘেরাও

 

কক্সবাজার প্রতিনিধি ::

জেলা জজ আদালত কর্তৃক কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল হক রাশেদকে জামিন দেওয়ার প্রতিবাদে আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তারা বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করে ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে এ সময় অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা আওয়ামী লীগ নেতা রাশেদের জামিন আগামী ১২ ঘণ্টার মধ্যে বাতিল করার জন্য জেলা জজের প্রতি আহ্বান জানান। অন্যথায় আদালত ঘেরাওয়ের লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আদালত ঘেরাও কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৫ দফা দাবি তোলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) কক্সবাজার জেলা জজ আদালত আওয়ামী লীগ নেতা রাশেদুল হক রাশেদকে হত্যা নাশকতাসহ তিনটি মামলায় জামিন দেয়।