মানিকগঞ্জ প্রতিনিধি ::
মানিকগঞ্জে বিভিন্ন রকমের শীতকালীন সবজির বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময পার করছে কৃষকেরা। বৈরি প্রতিকুল আবহাওয়ায় সবজি চাষে বিপর্যয় হওয়ায় নতুন করে স্বপ্ন বুনছেন কৃষক।
সরেজমিনে দেখা গেছে, জেলার ঘিওর-দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে উঁঠতে তারা সবজির বীজতলা তৈরি ও চারা পরিচর্যায় কাজ করছে। জমিতে আগাম শীতের সবজিতে স্বপ্ন বুনছেন কৃষকেরা।
ঘিওরের বড়লিয়া গ্রামের কৃষক রহিজ মিয়া বলেন, কাঁচা মরিচ ও সবজি চাষে বিপর্যয় হওয়ার ক্ষতি পোষাতে নতুন করে স্বপ্ন বুনছি। জমিতে ফুলকপি- বাধাকপি ও পিয়াজ দানার বীজতলা প্রস্তুত করা পর বীজ গঁজিয়ে চারা হয়েছে। এখন চারা রক্ষায় পরিচর্যার কাজ চলছে।
ঘিওর উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুল ইসলাম বলেন, ইতিমধ্য তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়েছে।