চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি ::
চট্টগ্রামের চন্দনাইশে পৌরসদরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৬ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ( ২৮ অক্টোবর ) সকাল হতে দুপুর পর্যন্ত চন্দনাইশ পৌর সদরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও অধিক দামে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ( ভুমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। চন্দনাইশ থানার একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ অভিযানে সহায়তা করেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
