সিনিয়র করেসপন্ডেন্ট ::
নির্বাচন কমিশন (ইসি) ভোটার নিবন্ধন তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে রোহিঙ্গাসহ বিদেশিদের ঠেকাতে সতর্কতা অবলম্বনের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার রোববার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তাকে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের সব উপজেলা ও থানা বিশেষ এলাকা হিসেবে ঘোষিত হওয়ায় জারিকৃত পরিপত্র অনুযায়ী, এ, বি ও সি ক্যাটাগরির ভিত্তিতে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে মানুষ যথাসময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়।
এ ছাড়া সি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কমিটির সভা যথাসময়ে সম্পন্ন করতে হবে। এ ও বি ক্যাটাগরির আবেদন উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে যাচাই-বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যার ব্যবহার পূর্বক ছবি তোলার তারিখ ও সময় আবেদনকারীকে জানিয়ে দিতে হবে। এক্ষেত্রে কিউআর কোড যুক্ত নাগরিক সনদ ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই নিতে হবে এবং যাচাই করতে হবে।
চট্টগ্রাম অঞ্চলে কেউ ভোটার হতে এলে আগে সবাইকেই রোহিঙ্গা সন্দেহের ভেতর রেখে বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করে ভোটার করে নেওয়া হতো। এখন রোহিঙ্গা বা ভিনদেশি সন্দেহ হলে তাদের সি ক্যাটাগরিতে ফেলে বিশেষ কমিটির মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হয়। এ অঞ্চলে ৩২টি উপজেলায় ৩২টি বিশেষ কমিটির মাধ্যমে সন্দেহভাজনদের আবেদন নিষ্পত্তি করা হয়। এ ছাড়া যারা প্রকৃত নাগরিক, তাদের আবেদনগুলো এ ও বি ক্যাটাগরির মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে ইসির।