ঝালকাঠি প্রতিনিধি ::
ঝালকাঠি-রাজাপুর-ভান্ডারিয়া সড়কে পিংড়ি এলাকায় মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন ৫ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে রাজাপুর উপজেলার পিংড়ি স্কুল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা ট্রলি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঝালকাঠি- খুলনা-বরিশাল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়। মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।