শাহ্ সুফি খলিলুর রহমান খোশরোজ শরীফ ৭ নভেম্বর

 

আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার হযরত শাহ্ সুফি খলিলুর রহমান শাহ্ আমিরী (মঃ) এর খোশরোজ শরীফ চট্টগ্রাম বোয়ালখালীর ৫নং খিতাপচর খলিল ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
এসময় দরবারে উপস্থিত থাকবেন আমির ভান্ডার দরবার শরীফের আওলাদে পাক পীরজাদা সৈয়দ কুতুব উদ্দিন শাহ আমিরী, শাহজাদা সৈয়দ ফানাফিল্লাহ শাহ আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জামান শাহ্ আমিরী। সকালে খতমে কোরআন এবং বাদে মাগরিব নাতে মোস্তফা, বাদে এশার জিকির মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার পরিচালনায় থাকবেন খলিল শাহ্’র আওলাদ মো. আল হাছনাত শাহীন এবং মো. আল হোছাইন শাওন। খবর বিজ্ঞপ্তির।