হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ভরপূর্নী গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোঃ হাবিব মিয়া (৪৫) ও মৃত নছির উদ্দীনের ছেলে জসিম উদ্দিন (৪০)।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় বুল্লা বাজারের পূর্বে কামড়াপুর ব্রীজ ( কামড়াপুর ভাঙা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান,গাঁজা সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লাখাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে ৬ নভেম্বর বুধবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।