‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগ সমর্থক ১৯ ইউপি সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি ::

আওয়ামী লীগ সমর্থক ১৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে (মেম্বার) কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে শহরের কলাতলীতে একটি আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন সময়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ বৈঠকের জন্য কোনও প্রকার অনুমতি নেওয়া হয়নি।

স্থানীয় সূত্র বলছে, কক্সবাজার জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা। একপর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। ঘণ্টাব্যাপী পুলিশ হলরুম ঘেরাও করে রাখে।

গ্রেফতারদের প্রিজনভ্যানে তোলার সময় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহির আহমেদ বলেন, ‘জেলার ইউপি সদস্যের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রায় ৭০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সভায় দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ পুলিশ ও সমন্বয়ক দাবি করা কিছু ছেলেপেলে ঢুকে আমাদের বৈঠক পণ্ড করে দেয়। আমাদের এ অনুষ্ঠান যদি গোপন বৈঠক হতো তাহলে প্রধান সড়কের পাশে হোটেলে এতবড় অনুষ্ঠান হতো না। আমাদের অহেতুক হয়রানি করা হচ্ছে।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগসমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদে অভিযানে যায় পুলিশ। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।